সিলেটের বিশ্বনাথ উপজেলার করপাড়া গ্রামে এক শিবির নেতা রাসেল মিয়ার বাড়িতে রাতভর তল্লাশী চালিয়েছে পুলিশ। এসময় ওই শিবির নেতাকে না পেয়ে তার রাজনৈতিক কাজে ব্যবহৃত কাগজপত্র জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, রাসেল মিয়ার উপর নির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। তবে, রাসেল মিয়ার পরিবার দাবি করেছে অভিযানকালে পুলিশ রাসেল মিয়ার পরিবারকে কোন কাগজপত্র দেখাতে পারেনি। রাসেলকে না পেয়ে তার পরিবারকে হয়রানী করা হচ্ছে এমনটাই দাবি করেন পরিবারের সদস্যরা।
রাসেল মিয়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিংগেরকাছ পাবলিক স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি ও বিশ্বনাথ থানা শাখার বর্তমান সহ সভাপতি।
এদিকে, রাসেল মিয়ার বাড়িতে পুলিশি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।