Search
Close this search box.

তিন দিনের নির্দেশনা জারি, বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার আবারও দেশে কঠোর বিধিনিষেধ জারি করল। আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশে মানুষ ও যানবাহন চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। সেইসঙ্গে বন্ধ থাকবে দোকানপাট ও ব্যবসাকেন্দ্র। এরপর বৃহস্পতিবার থেকে আরও কঠোরভাবে লকডাউন কার্যকর করার কথা ইতোপূর্বে বলেছে সরকার।

২৮ জুন ২০২১ সোমবার ভোর ০৬টা থেকে ০১ জুলাই বুধবার ভোর ০৬টা পর্যন্ত তিন দিনের সরকারি নির্দেশনায় বলা আছে :

১। সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যাতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে।

২। সকল শপিং মল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

৩। খাবারের দোকান, হোটেলে রেস্তঁরা সকাল ৮টা থেকে রাত ৮ট পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন টেকওয়ে) করতে পারবে।

৪। সরকারি-বেসরকারি সকল অফিস/প্রতিষ্ঠানসমূহ শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করবে।

৫। জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে  এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত