
সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ৩ - ২০২১ | ১: ১৩ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করছে সরকার। গত কয়েক দিনে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ শনিবার সকালে নিজ বাসভবনে ভার্চুয়াল এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৫০ জন। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয় হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।
