AM-ACCOUNTANCY-SERVICES-BBB

রাজাগঞ্জ বাজার ফুটসাল টুর্ণামেন্ট’র উদ্বোধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ১৯ - ২০২১ | ৯: ২০ অপরাহ্ণ

Picture Football Biswanath Sylhet 19.01.2021

বিশ্বনাথনিউজ২৪ :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার ফুটসাল ক্লাবের আয়োজনে ‘রাজাগঞ্জ বাজার ফুটসাল টুর্ণামেন্ট-২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) রাতে স্থানীয় বেবি কেয়ার স্কুলের মাঠে উদ্বোধন অনুষ্ঠিত হয়।

রাজাগঞ্জ বাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মো. গিয়াসের সভাপতিত্বে ও সংগঠক নাজমুল এইচ শিশিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য কবির আহমেদ কুব্বার। টুর্ণামেন্টের উদ্বোধন করেন বেবি কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহিবুর রহমান সুইট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুন নুর, যুগ্ম সাধারণ সম্পাদক মিজাজুল হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শরীফ আহমদ রাজু, ইউপি সদস্য আমির উদ্দিন।

উদ্বোধনী খেলায় ইস্ট চ্যালেঞ্জার বিলপারকে ০-১ গোলে হারিয়ে ইসলাম উদ্দিন কাউন্সিলর টিম জয়লাভ করে।

Aminul Haque scaled