AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মনির মিয়ার মতবিনিময়

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ১৬ - ২০২১ | ৪: ৩৯ অপরাহ্ণ

DSC 11499999

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের নবগঠিত বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের নরশিমপুর গ্রামের যুবসমাজের সাথে মতবিনিময় করেছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও আলহেরা শপিং সিটির নিউ হেপি জুয়েলাস্রে সত্ত্বাধিকারী মনির মিয়া। শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে তিনি এই মতবিনিময় করেন।

এসময় নরশিমপুর গ্রামের যুবনেতা আব্দুল কইয়ূম, আতিকুল হক, এনামুল হক, সুমন মিয়া, মাসুক মিয়া, রুবেল আহমদ, নবিন আহমদ, মিনহাজ আহমদ, রাজন আহমদ, মাছুম মিয়া, মখন মিয়া, এনাম উদ্দিন, সুজন মিয়া, জাকির আহমদ, আমজাদ আহমদ, সাব্বির আহমদ, রাকিব আলী, ক্বারী রাসেল আহমদ, সুলতান মিয়া, মামুন আহমদ, আব্দুল কাইয়ূম, কদরিছ আলী, ওহি মিয়া, উজ্জল আহমদ, এমরানুল হক, জয়নুল ইসলাম ও এমদাদুল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Aminul Haque scaled