বিশ্বনাথনিউজ২৪ :: আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ২৪তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা সদরের জানাইয়া মাঠে লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় স্বাধীনতা ক্রিকেট ক্লাব ও স্বপ্নদ্বীপ ক্রিকেট ক্লাব একে অপরের মোকাবেলা করে।
উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুহেল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম তুহেমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এসএম নুনু মিয়া। লীগের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জলিল জালাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ক্রিড়া সংস্থার যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ সদর ইউপির সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী দয়াল উদ্দিন তালুকদার ইমাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য কাউন্সিলরপ্রার্থী ইমরান আহমদ সুমন, ইউপি সদস্য ওয়াহাব আলী, উপজেলা যুবলীগ নেতা তাজুল ইসলাম, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আলী, দৌলতপুর ইউপি যুবলীগের সভাপতি দবির মিয়া।