AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ১৫তম রামপাশা ইউনিয়ন ক্রিকেট লীগ’র উদ্বোধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ১০ - ২০২১ | ১১: ১৫ অপরাহ্ণ

DSC 1110 2

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ১৫তম ইউনিয়ন ক্রিকেট লীগ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সকালে লীগের উদ্বোধনী খেলায় শাহ গাজী আমতৈল ক্রিকেট ক্লাবকে ২ ইউকেটে হারিয়ে বিজয়ী হয় জননী ক্রিকেট ক্লাব আশুগঞ্জ বাজার।

ইউনিয়ন ক্রিকেট লীগের আহবায়ক আরব শাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মুকিত সুমন’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। উদ্বোধকের বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, সমাজসেবক বশির আহমদ, সিরাজ মিয়া ও প্রবাসী আনা মিয়া।

অন্যান্যের সংগঠক কাওছার আহমদ তুলাই, ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন, এনামুল হক, আবুল কালাম ও সদস্য নাজমুল ইসলাম শিমুলসহ অনেকেই মধ্যে বক্তব্য রাখেন।

আরো সংবাদ