বিশ্বনাথনিউজ২৪ :: আমেরিকাতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের নুরুল গণির স্ত্রী রোকেয়া গণি (৬৫)।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ২৭ মিনিটে নিউইয়র্কের স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান। পেশায় গৃহিণী রোকেয়া ৬ সন্তানের জননী। প্রায় এক সপ্তাহ ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন বলে জানা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রোকেয়া গণির ছেলে আমেরিকা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতাউল গণি আসাদ জানান, জানাজা শেষে তার মরহুমা মাতাকে আমেরিকাতেই দাফন করা হবে।