বিশ্বনাথনিউজ২৪ :: আমেরিকায় প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের বিশ্বনাথের প্রবীণ সাংবাদিক স্বপন কুমার দাস। তিনি শুক্রবার আমেরিকার স্থানীয় সময় গত রাত ৯ টার দিকে নিউইর্কের একটি হাসপালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বপন কুমার দাসের ছোট ভাই তপন কুমার দাস।
উল্লেখ্য, দৈনিক সিলেটবাণীর প্রাক্তন বিশেষ প্রতিনিধি, বিশিষ্ট কলামনিস্ট ও সংগঠক সাংবাদিক স্বপন কুমার দাস গত ২০ এপ্রিল করোনায় আক্রান্ত হলে তাকে হাসপালের আইসিউতে ভর্তি করা হয়। প্রায় ২ মাস করোনার সাথে যুদ্ধ করে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।