Search
Close this search box.

ব্রিটেনে করোনা ভাইরাসে মারা গেলেন বিশ্বনাথের হাজী আহমদ আলী

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ব্রিটেনে করোনা ভাইরাসে মারা গেছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী হাজী আহমদ আলী নামের আরও এক ব্রিটিশ নাগরিক। তিনি ব্রিটেনের লেষ্টার সিটিতে বসবাস করতেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বুধবার (২৭মে) ব্রিটেন সময় ভোর সাড়ে ৪ টায় লেষ্টার জেনারেল হসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….. রাজেউন)।

পারিবারিক সূত্রে জানাগেছে বয়সের তুলনায় শারিরীকভাবে তিনি অনেকটা সুস্থ সবল ছিলেন। গত শুক্রবার হঠাৎ করে তিনি অসুস্থ হলে তাকে স্থানীয় হসপাতালে নেওয়া হয় এবং বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর ডাক্তাররা জানান তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। আর এ অবস্থায় ওই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান।

লেষ্টারে বাঙ্গালী কমিউনিটির কাছে সর্বজন শ্রদ্ধেয় হাজী আহমদ আলীর দেশের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামে। মৃত‍্যুকালে তিনি স্ত্রী, ৬ কন্যা, ৪পুত্র, নাতি-নাতনী’সহ অসংখ‌্য আত্নীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। কারিকোনা গ্রামের প্রবীণ ও সামাজিক ব‍্যক্তিত্ব হাজী আহমদ আলীর ইন্তেকালে তার নিজ গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত