বিশ্বনাথনিউজ২৪ :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকমের সকল পাঠক, শুভানুধ্যায়ী’সহ দেশ-বিদেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিউজ পোর্টালের চেয়ারম্যান মো. মিছবাহ উদ্দিন।
ঈদের এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানে আনন্দ, উৎসব আর আয়োজন। তবে এবারের ঈদ একটু ভিন্নভাবে আমাদের মাঝে এসেছে। এবছর ঘরের মধ্যে ঈদের সালাত আদায়ের মধ্যে দিয়ে অন্যরকম এক ঈদ উদযাপন করতে যাচ্ছি আমরা। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য এমন বিবর্ণ ঈদ আর আসেনি কখনও।
তবুও ঘরে বসে থেকে খুব আন্তরিক পরিবেশে পরিবারের সাথে আমরা ঈদ উদ্যাপন করতে পারবো। আমরা চেষ্টা করবো এই সময়টাকে যেন আমরা পরিবারের সাথে ঈদের আন্দটাকে আমরা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারি। সবার জীবনে পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক