নিজস্ব প্রতিবেদক :: আগামীকাল সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে। বাংলাদেশের আকাশে শনিবার কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আজ ২৪ মে রোববার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল ২৫ মে সোমবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন একই সময়ে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোও এ ভাষণ প্রচার করবে বলে ইউএনবি সূত্রে জানা যায়।