Search
Close this search box.

বিশ্বনাথে ‘প্রাণের সন্ধানে রক্তদান’র সংবর্ধনা

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, অসহায়-দরিদ্রসহ কঠিন রোগে আক্রান্ত রোগীদের সুস্থতার জন্যকে রক্তদানে সবাইকে এগিয়ে আসতে হবে। রক্তদান একটি মহৎ কাজ, মনের ভয় দূর করে তাই আমাদের সবাইকে রক্তদানের মতো মহৎ কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের বিপদে মানুষকেই এগিয়ে আসতে হবে।

তিনি মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার মিয়ারবাজারে প্রাণের সন্ধানে রক্তদান সংগঠনের উদ্যোগে ‘সংগঠনের উপদেষ্টা প্রবাসী লুৎফুর রহমান ও ২০ জন রক্তদাতা’র সম্মানে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রাণের সন্ধানে রক্তদান সংগঠনের উপদেষ্টা প্রবাসী লুৎফুর রহমান। কোরআন তেলাওয়াত করেন সদস্য মো. আবদুল্লাহ।

প্রাণের সন্ধানে রক্তদান সংগঠনের সভাপতি জাহির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলম ময়নার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ইস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তজম্মুল আলী, প্রাণের সন্ধানে রক্তদান সংগঠনের উপদেষ্টা কামরুজ্জামান সেবুল, সুলতান খান, লিতু খান।

এসময় উপস্থিত ছিলেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের ছিদ্দিকুর রহমান, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাভেল সামাদ, প্রাণের সন্ধানে রক্তদান সংগঠনের সদস্য ফয়ছল আহমদ, মোহাম্মদ আলী, সাহেল আহমদ, আল-মামুন, রায়হান আহমদ, লোকমান হোসেন, কিনু মিয়া, রাজু আহমদ, কামরান খান, সাজু মিয়া, জুবেল আহমদ, লিমন মিয়া, শিবলু মিয়া, মোন্তাকিম আলী, শাকিল আহমদ, এমরান হোসেন, ইমন আহমদ, জুনেদ আহমদ, রকি আহমদ, সামী আহমদ, কাওছার আলী প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত