বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে গণমাধ্যমকর্মীদের সাথে তরুণ পাওয়ার ক্লাবের আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলা সদরের নতুন বাজারের রাজ সঙ্গীতালয়ে এই আড্ডা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি আনোয়ার আলী রাজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তৌফিক ইমনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট-সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক-কলামনিস্ট সাইদুর রহমান সাঈদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের প্রভাষক আফিয়া বেগম, পুঁথিপাঠক খোকন ফকির, সম্মিলিত সাংস্কৃতিক জোট-সিলেটের সদস্য আশরাফুল ইসলাম অনি, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক কামাল মুন্না, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, কবি আবদুল হান্নান ইউজেটিক্স প্রমুখ।