বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের সহ-দপ্তর সম্পাদক লায়েক আহমদকে যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে সংঘের নাজিরবাজারস্থ কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংঘের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম রুনুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহ সাইদুল ইসলাম সুজার পরিচালনায় এতে প্রধান অতিথির রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট-ইউকে’র সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লায়েক আহমদ।
আরও বক্তব্য রাখেন অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক শহিদুল হাসান সেলিম, যুগ্ম সম্পাদক রুমেল আলী, সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ প্রবেল। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংঘের ধর্ম সম্পাদক নাজিম উদ্দিন রাহিন।
এসময় উপস্থিত ছিলেন সংঘের সহ-সভাপতি হাসান হাফিজুর রহমান টিপু, আব্দুস সামাদ রুবেল, যুগ্ম-সম্পাদক শাহ রায়হান রিমু, অর্থ সম্পাদক সেলিম মিয়া, সহ-অর্থ সম্পাদক মুজিবুর রহমান মনজু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তানবীর হোসেন, সহ-ক্রিড়া সম্পাদক এম. আহমদ আমিম, সহ-পাঠাগার সম্পাদক খালেদ হাসান, ব্যবসায়ী হারুন মিয়া, দবির মিয়া, সংগঠক আবদুস সালাম মুন্না, সংঘের সদস্য জাকারিয়া আহমদ খোকন, আবু সাঈদ, সুহিন আহমদ, শিমুল আহমদ, তাজুল ইসলাম, আরিফ খান, কামরান আহমদ ইমন, শিপু, মিয়া,কামরুল ইসলাম প্রমুখ।