বিশ্বনাথনিউজ২৪:: সিলেটের বিশ্বনাথে ইসলামী সমাজ কল্যাণ সংস্থা মিরেরচর (১) এর উদ্যোগে ১২তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩রা ফেব্রুয়ারী) স্থানীয় শাহী ঈদগাহ ময়দানে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
মিরেরচর (১) হযরত শাহজালাল (রহ.) একাডেমির প্রিন্সিপাল মাওলানা জহির উদ্দিন আহমদ ও হাজী আবদুল মনাফের সভাপতিত্বে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নাছির উদ্দিন আনসারী, মাওলানা তোফায়েল আহমদ নোমানী, মাওলানা শরিফুজ্জামান রাজিবপুরী, ক্বারী আবদুল মতিন, মাওলানা কামরুল ইসলাম ছমির মিরেরচরী, মাওলানা সেলিম আহমদ তালবাড়ী প্রমুখ।