AM-ACCOUNTANCY-SERVICES-BBB

২৩তম বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন লীগের উদ্বোধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ২৭ - ২০২০ | ১২: ০৪ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার ধীতপুরস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে রোববার সকালে ‘২৩তম বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন লীগের’ উদ্বোধন করা হয়েছে। ১৬ দলের অংশগ্রহনে শুরু হওয়া লীগের উদ্বোধনী খেলায় একতা স্পোটিং ক্লাব ২০ রানের ব্যবধানে স্বপ্নদ্বীপ ক্রিকেট ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করেছে। লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, খেলাধুলা সমাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির পাশাপাশি অপরাধ প্রবনতা দূর করে যুবসমাজকে রাখে মাদকমুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বধীন সরকারের পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়নে আলহাজ্ব সুনু মিয়াসহ আমাদের প্রবাসী এবং বিত্তবানরাও গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সুন্দর সমাজ উপহার দিতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।

বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুহেল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম তুহেমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সুষমা সুলতানা রুহি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক এএইচএম ফিরুজ আলী, সাবেক সহ প্রচার সম্পাদক বশির আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, চাউলধনী স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু।

বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সুনু মিয়ার সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত লীগের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল আহমদ মতছিন, জবেদুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, যুবলীগ নেতা জহুর আলী মেম্বার, শাহ আলম খোকন, সুহেল তালুকদার, আমির আলী, জয়নাল আবেদীন, জাবেদ আহমদ, তাহিদ মিয়া, ফুলকাছ মিয়া, বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ সভাপতি আমিম আহমদ, যুগ্ম সম্পাদক নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, প্রচার সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী লিটন, দপ্তর সম্পাদক কামরান খান, আম্পায়ার প্রতিনিধি নাইম আহমদ প্রমুখ।

আরো সংবাদ