AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ১ - ২০২০ | ৪: ৩৮ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রেস ক্লাব কার্যালয়ে বুধবার সকালে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিশ্বনাথ প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্ম শত বছর পালনের জন্য ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন সরকার। আর মুজিব বর্ষকে ‘সেবা বর্ষ’ হিসেবে দেশের মানুষকে নতুন ভাবে উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে পুলিশ। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ দেশকে এগিয়ে নিতে ও দেশকে ভালো ভাবে পরিচালিত করতে অনেক বেশি জোরালো ভূমিকা রাখে। সমাজে ভালো কাজগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিকরা গাইড হিসেবে গূরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আর তাই আমরা সাংবাদিক ও পুলিশ যৌথভাবে সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করি।

বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড মহিলা কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী।

সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য জামাল মিয়া ও স্বাগত স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি তজম্মুল আলী রাজু।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সহ সভাপতি আ স ম মনসুরুল হক, যুগ্ম সম্পাদক বাবুল আখতার ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে মুজিব বর্ষের শুরু ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রেস ক্লাব নেতৃবৃন্দ পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। এরপর প্রেস ক্লাবের পক্ষ থেকেও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, মকদ্দছ আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, উপজেলা গণফোরামের আহবায়ক নিজাম উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার জহুর আলী, যুবলীগ নেতা ফজলুর রহমান, ফয়জুল ইসলাম জয়, সায়েদ আহমদ, বাচাঁও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন, সাইদুল ইসলাম, ব্যবসায়ী রিপন আলী, শামীম আহমদ, বাদল বৈদ্য, আল-আমিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, আবুল কাশেম প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ