তজম্মুল আলী রাজু :: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (র.) এর ইছালে ছওয়াব উপলক্ষে বিশ্বনাথে পশ্চিম শ্বাসরাম গ্রামবাসির উদ্যোগে ৮ম ইসলামী সুন্নী মহাসম্মেলন গত মঙ্গলবার রাতে পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ, আল্লামা হযরত মাওলানা ফখরউদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, আল্লাহ তায়ালার জিকির করে আত্মার বিশুদ্ধতা করলে মানুষের দুনিয়া ও আখেরাত সফল হবে। আখেরাতের কথা স্মরণ থাকলে মানুষ সমাজে মন্দকাজ করতে পারেনা। আর মন্দকাজ বন্দ থাকলে সমাজে শান্তি আসবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন পশ্চিম শ্বাসরাম গ্রামের প্রবীণ মুরব্বী মো. সাজিদ আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী। তাঁর বক্তব্যে বলেছেন, মুসলমানদের ঈমান রক্ষায় লামাজহাবি আহলে হাদীসের কাজ থেকে দুরে রাখতে হবে। তারা বর্তমান সমাজে মুসলমানদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাফরউদ্দিন আব্দুল মুনাইম, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, মাইজগাঁও মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, খাইয়া-কাইড় দারুস সুন্নাহ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আহাদ, পশ্চিম শ্বাসরাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শেখ মো. আব্দুল কাদির নাছির। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা কবি তাজউদ্দিন তাজুল।