নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় থানা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান থানা কম্পাউন্ডে অনুষ্টিত হয়।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসদুর রহমানের সভাপতিত্বে ও এস আই কল্লোল গোস্বামীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার বিদায়ী ওসি রফিকুল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী।
বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ থানার এস আই সুমন চন্দ্র সরকার, এ এস আই কামাল হোসেন, এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, তরুণ সমাজ সেবক সিতার আলী, পুলিশ সদস্য জামাল খান, জাপার সমন্নয়ক আরশ আলী বাবলু, আবদুর নূর মেম্বার, আবদুল হাসিব মেম্বার, যুক্তরাজ্য প্রবাসী ইলিয়াস মিয়া আয়না, সমাজ সেবক এম এ মল্লিক। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন থানার এস আই হাবিবুল্লা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, সদস্য জামাল মিয়া, আবুল কাশেম, সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাজুল, জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রুহেল মিয়া, এনামুল হক মামুন, এটিএম আব্বাস, আক্তার হোসেন সাহেদ, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিকসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ। সংবর্ধনা শেষে সংবর্ধিত অতিথি কে থানা প্রশাসনের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।