বিশ্বনাথ উপজেলা পরিষদের সমন্নয় সভায় পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিনের উপর অর্তকিত হামলার তীব্র নিন্দা ও একের পর এক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে প্রতিবাদ সভা করেছে বিশ্বনাথ উপজেলার যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ।
সোমবার পূর্ব লন্ডনের ব্লুমুন সেন্টারে কমিউনিটি নেতা আলহাজ্ব রইছ আলীর সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশার পরিচালনায় সভায় বিপুল সংখ্যক সাবেক ছাত্রনেতা ও প্রবাসীগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন উপজেলার ভাইস চেয়ারম্যান সাবেক জনপ্রিয় ছাত্রনেতা আহমেদ নূর উদ্দিনের বিরুদ্ধে যতই ষড়যন্ত্রমূলক মিথ্যা দেওয়া হোক না কেন তার সাথে বিশ্বনাথের সাবেক সকল ছাত্রনেতারা ঐক্যবদ্ধ কাজ করবে। বক্তারা বলেন, অবিলম্বে নূর উদ্দিনের উপর দায়ের কৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ইলিয়াস পতœী তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বক্তারা বলেন, এম ইলিয়াস আলীর হাতে গড়া বিশ্বনাথ বিএনপিকে ধ্বংস করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় ইলিয়াসপতœীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।
বক্তারা বলেন, বিশ্বনাথবাসী শান্তি চায়। বিশ্বনাথের মানুষ একক কোন গ্রাম বা পাড়ার কাছে জিম্মী নয়। অথচ একটি মহল বিদেশে বসে গ্রাম, পাড়া ও এলাকাবাসীকে মিথ্যা কথা বলে বিরোধী সৃষ্টি ষড়যন্ত্র করছে। বক্তারা বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। এই নীতিকে অনুসরন করে সবাইকে আবারো এম ইলিয়াস আলীর হাতে গড়া বিশ্বনাথ বিএনপির হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে।
সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিম, সাবেক যুগ্ন সম্পাদক তাহির রায়হান চৌধুরী পাবেল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নিজাম উদ্দিন আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক
এডভোকেট খলিলুর রহমান, যুক্তরাজ্য জাসাস সভাপতি এম এ সালাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি শফিকুল ইসলাম রিবলু, সুইডেন যুবদলে সভাপতি খায়রুজ্জামান লিংকন, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহবাব হুসেন খান, যুক্তরাজ্য তরুন দলের সভাপতি বাছির খান, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ খান, সাবেক যুগ্ন সম্পাদক শাহ জামাল উদ্দিন : সাবেক সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, সাবেক ছাত্র নেতা সুমন মিয়া , বিশ্বনাথ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জামিল খান, মুমিন খান মুন্না, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, মাসুদুর ইমতিয়াজ এনাম তালিম। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান, অলিউর রহমান, সাবেক ছাত্রনেতা রাহুল, সাহাবুদদীন সাবু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জিয়াউল দিপু, দপ্তর সম্পাদক শাহরিয়ার রাসেল, প্রচার সম্পাদক জুল আফরোজ মজুমদার, সাবেক ছাত্রনেতা জুনায়েদ আহমেদ, বেলাল আহমদ, আব্দুশ শহিদ, আমিনুল ইসলাম জুনেদ, আব্দুর রউফ, আব্দুল হান্নান জালাল, মো: আফছর আলী, শামীম উদ্দিন, ফাহিম মিয়া, আশিকুর রহমান, আজম খান, শফিকুর রহমান খান, আব্দুল কাইয়ুম, আহাদ মিয়া প্রমুখ।