Search
Close this search box.

মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের ফাঁসি বহাল

Facebook
Twitter
WhatsApp

70639_197নিউজ ডেস্ক :: জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। আজ বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রিভিউ শুনানি শেষে গতকালই মুজাহিদের মামলার আদেশের সময় ধার্য করেছিল আদালত। এ দিকে, আজ সালাউদ্দিন কাদেরের রিভিউ আবেদনের শুনানি শেষে জানানো হয়, বেলা সাড়ে ১১টায় মুজাহিদের রিভিউ আবেদনের রায়ের সাথেই সালাউদ্দিন কাদেরের রিভিউ আবেদনের বিষয়েও আদেশ দেয়া হবে। এর আগে, আজ সকাল ৯টায় তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানি শুরু করেন। শুনানির সময় নতুন ডকুমেন্ট হিসেবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পাকিস্তানে অবস্থানের সার্টিফিকেট আদালতে জমা দেয়া হয়। আদালত সার্টিফিকেটটি পর্যবেক্ষণ শেষে জানান, বেলা সাড়ে ১১টায় রিভিউ আবেদনের বিষয়ে আদেশ দেয়া হবে। গত ১৪ অক্টোবর মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দাখিল করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। মোট ১০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১০টি যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন তিনি। এ দিকে, গতকাল মঙ্গলবার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি শেষ হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেত্বত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ শুনানি শেষে বুধবার এ আদেশের দিন ধার্য করেন। মঙ্গলবার মুজাহিদের পক্ষে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রিভিউ শুনানি করেন তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আধা ঘণ্টা বিরতির পর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর আদালত বুধবার রায়ের দিন ধার্য করেন। গত ৩০ সেপ্টেম্বর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর ১ অক্টোবর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তা কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়। গত ১৬ জুন ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আলী আহসান মুজাহিদের আপিল আবেদনের সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ আলী আহসান মুজাহিদের রায় প্রদান করেন। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ২০১৩ সালের ১৭ জুলাই আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় দেয়। – See more at: http://www.dailynayadiganta.com/detail/news/70639#sthash.LzpF4jid.dpuf

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত