AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ফিলিস্তিনের গাজায় বিশ্বনাথের যুবক হামিদুর নিহত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৫ - ২০১৪ | ১০: ৪৯ অপরাহ্ণ

11025

11025

বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক :  ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। তার নাম হামিদুর রহমান (২০)। গত বুধবার সে ফিলিস্তিনির গাজায় যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছে বলে তার পরিবার জানায়। হামিদুর রহমান বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের উত্তর মিরেরচর (মাঝপাড়া) গ্রামের আব্দুল হান্নানের পুত্র।
হাদিদুর রহমানের চাচা আব্দুল মনাফ জানান, তার ভাই আব্দুল হান্নান (হামিদুর রহমানে পিতা) দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্যের প্রস্টমাউথ শহরে স্ব-পরিবারে বসবাস করে আসছেন। তিনি জানান, হামিদুর রহমান প্রায় ৫ বছর পূর্বে বাংলাদেশে এসেছিলেন। সে খুবই ধর্মভরিু ছিলেন। পাচঁ ওয়াক্ত নামাজ পড়ে এবং তাবলীগ করে। প্রায় ৮মাস পূর্বে পরিবারের সদস্যদের কিছু না জানিয়ে যুক্তরাজ্য থেকে ১০ জনের একটি টিমের সঙ্গে সিরিয়া যায়। সে যুক্তরাজ্য থেকে চলে যাওয়ার পর তার রুমের মধ্যে তারই হাতের লিখা একটি চিঠি পেয়ে  পিতা-মাতা নিশ্চিত হন হামিদুর সিরিয়া যুদ্ধে চলে গেছে। এরপর থেকে পরিবারের সাথে তার কোন যোগাযোগ ছিল না। গত বুধবার কেউ একজন ফোন করে হামিদুর রহমানের পিতাকে জানায়, ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধ করে হামিদ নিহত হয়েছে।
নিহত হামিদুর রহমানের চাচাতো ভাই মিজানুর রহমান জানান, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করে হামিদুর মারা গেছেন। তার নিহত হওয়ার খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে কুলখানি করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ