AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ফ্রান্সকে হারিয়ে চতুর্থবারের মতো সেমিফাইনালে জার্মানি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৫ - ২০১৪ | ১২: ৪০ পূর্বাহ্ণ

30981_hummels 11

ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল জার্মানি। সব মিলিয়ে ১৩ বার সেমিতে পা রাখলো তিন বারের চ্যাম্পিয়নরা। আজ শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় মাত্র ১২ মিনিটের মাথায় এগিয়ে যায় জার্মানি। ওই এক গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। সেমিপাইনালে তারা ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যকার বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে তারা। খেলায় জার্মানি ৫১ শতাংশ আর ফ্রান্স ৪৯ শতাংশ সময় বল দখলে রাখলেও গোলে বেশিবার শট নিয়েছিলেন ফ্রান্স ফুটবলাররাই। কিন্তু গোল পাননি তারা। ১২ মিনিটের সময় বাঁ পাশের ফরাসি সীমানায় ফ্রি কিক পায় জার্মানি। সেখান থেকে শট নেন টনি ক্রুস। তার উড়ন্ত শটে লাফিয়ে মাথা ঠেকান ডিফেন্ডার ম্যাট হামলস। তাকে সামলানোর চেষ্টা করেও ব্যর্থ হন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারান। অসহায় গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই হামলসের হেড ফ্রান্সের জালে জড়িয়ে যায়। এ আসরে শালকে ০৪-এর খেলোয়াড় হামলসের এটি দ্বিতীয় গোল। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে খেলার শুরু থেকেই জার্মানি আক্রমণ করে খেলতে থাকে। তবে প্রথমার্ধের শেষ দিকে ৩৪ মিনিটে একটি নিশ্চিত গোলের হাত থেকে দলকে রক্ষা করেন ম্যানুয়েল নয়্যার। মাথিউ ভালবুয়েনার শট ফিরিয়ে দেন তিনি। ফিরতি বলে করিম বেনজেমা শট নিলে তা বাইরে দিয়ে চলে যায়। আর ৪৪ মিনিটের সময় দারুণ প্রচেষ্টায় বক্সের মধ্য থেকে করিম বেনজেমা শট নিলেও তা লুফে নেন নয়্যার। দ্বিতীয়ার্ধে ফ্রান্স আরও আক্রমণাত্মম খেলে। কয়েকটি সুযোগও পায় কিন্তু গোলেল দেখা পায় নি তারা। একেবারের শেস মুহুর্তে বেনজেমার আরও একটি তীব্র শট রুখে দেন নয়্যার।
তীব্র গরমের মধ্যে এ খেলার প্রথম একাদশেই অভিজ্ঞ ক্লোসাকে রেখেছেন কোচ জোয়াকিম লো। জার্মানি ৪-২-৩-১ পদ্ধতিতে আর ফ্রান্স ৪-৩-৩ পদ্ধতিতে আক্রমণ সাজায়। জার্মানির আক্রমণে সবার উপরে ছিলেন ক্লোসা। তার নিচে ক্রুস। ডানে মুলার আর বামে ওজিলকে রাখা হয়। ডিফেন্ডিং মিডফিল্ডার হিসেবে ছিলেন খেদিরা ও শোয়েনেস্টাইগার।  ফ্রান্সের স্ট্রাইকিংয়ে ছিলেন করিম বেনজেমা। আর রাইট উইংয়ে ভালবুয়েনা আর লেফট উইংয়ে ছিলেন গ্রিজম্যান।

আরো সংবাদ