AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সাজা কমাতে সাকিবের অনুরোধ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১৮ - ২০১৪ | ২: ৩৮ পূর্বাহ্ণ

32781_s1

সাকিব আল হাসানের শাস্তি নিয়ে মতবিরোধ থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনড়। ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে বিসিবি। তবে সাকিব এরই মাধ্যে সাকিব বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করে শাস্তি কমানোর অনুরোধ করেছেন বলে জানা গেছে। গতকাল সাকিবের এই অনুরোধ সম্পর্কে গতকাল বিসিবি’র মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আপিল করার সুযোগ তার সবসময় আছে। সাকিব আমাদের চুক্তিভুক্ত খেলোয়াড়। তিনি যে কোন সময় আপিল করতে পারেন। কালকে উনি (সাকিব) বোর্ড সভাপতির সঙ্গে দেখা করেছিলেন। আমরা জানতে পেরেছি তিনি বোর্ড সভাপতির কাছে ব্যাক্তিগতভাবে রিকোয়েস্ট করেছেন তার শাস্তি কমানোর জন্য। এখন শাস্তি কমানোর ব্যাপারটা যেটা আপনারা জানেন বোর্ড থেকে সিদ্ধান্ত হয়েই এসেছে। তাকে আভাস দেয়া হয়েছে তিনি যাতে আপিল করতে পারেন। আপিল করার পর বুঝা যাবে আমাদের বোর্ডের সিদ্ধান্ত কি হয়। ওদিকে সাকিব দুই/এক দিনের মধ্যেই শাস্তি কমাতে আপিল করবেন এমন ঘটনা নিশ্চিত হতে তার সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি। তাই সাকিব আপিল কবে করছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে তার শাস্তি কতটুকু কমতে পারে এই বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘সবকিছু কিন্তু এই মুহূর্তে কিন্তু কমেন্ট করা সম্ভব নয়। আপিল করার পর হয়তো বোর্ডে যাবে। যদি বোর্ড মনে করে একটি সভা বসতে পারে। আর যদি সভায় বসা সম্ভব না হয় তাহলে যে কোন সময় বোর্ড সভাপতি কমিটিতে রেফার করতে পারে। ডিসিপ্লিন কমিটির ক্ষমতা আছে সিদ্ধান্ত গ্রহণ করার।’ তবে সাকিব আল হাসানের শাস্তি কমানোর বিষয়ে নয়া কোচ হাথুরু সিংহের সঙ্গে কোন রকম আলোচনা হয়েছে কিনা সেই প্রসঙ্গে মিডিয়ার চেয়ারম্যান বলেন, ‘এই বিষয়টাতে কোচকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। কিন্তু এই ইস্যুর সঙ্গে কোচের কিন্তু কোন সামঞ্জস্য নেই। সাকিবকে যে শাস্তি দেয়া হয়েছে  সেটা বোর্ড দিয়েছে। কিছু কারণের ভিত্তিতে। এখানে কোচের কিছু করার নেই। কোচকে এর সঙ্গে সংযুক্ত করার কিছু আমি দেখি না।’

অন্যদিকে সাকিব আল হাসানের জাতীয় দলের জার্সি গায়ে বিল বোর্ডে বিজ্ঞাপন নিয়েও জাতীয় দলের স্পন্সর সাহারা গ্রুপ অসন্তষ্ট। এই বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘সাহারা আমাদের কাছে জানতে চেয়েছিল কিছু বিলবোর্ডে ক্রিকেট বোর্ডের জার্সি পরা কেউ আছে কিনা। তারা আমাদের কাছে কমপ্লেন করেছে।  যেহেতু ক্রিকেট বোর্ডের জার্সি সে পড়া ছিল। এতে কিছু ভায়োলেশন হয়েছে। আমাদের কাছ থেকে এটা করার জন্য কারও পারমিশন  নেয়নি আগে।’ এই বিষটাও কি তার ছয় মাসের শাস্তির মধ্যে ছিল? এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘এটাও একটা ইস্যু। কমার্শিয়াল ইস্যুও অন্যতম একটা ইস্যু। সাহারার সঙ্গে পেমেন্ট নিয়ে কোন সমস্যা হয়নি, তারা শুধু জানতে চেয়েছে কি হয়েছে। অন্যদিকে সাকিব আল হাসানের অনুশীলন করা নিয়ে আগে থেকেই কোন বাধা ছিল না। গতকালও সেই বিষয়টি নিশ্চিত করেন জালাল ইউনুস। এছাড়াও শাস্তি কমালে সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে ঘরোয়া সিরিজে খেলতে পারবে কিনা এমন প্রশ্নের জবাতে তিনি বলেন, এটা খুব কঠিন আমার জন্য বলা। কারণ সিদ্ধান্তটা এসেছে বোর্ডের তরফ থেকে। এই মুহূর্তে ব্যক্তিগতভাবে আমরা কমেন্ট করতে পারবো না।’

আরো সংবাদ