AM-ACCOUNTANCY-SERVICES-BBB

কফি পানে মৃত্যু ঝুঁকি কমে

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৪ - ২০১৪ | ৯: ১৬ পূর্বাহ্ণ

soybean-coffee

বিশ্বনাথ নিউজ ২৪ : গবেষকরা বলছেন, প্রতিদিন ২ কাপ বা তার বেশি কফি পান লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে অবধারিত মৃত্যুর ঝুঁকি ৬৬ শতাংশ পর্যন্ত হ্রাস করে। নন-ভাইরাল হেপাটাইটিসের কারণে যে প্রাণঘাতী লিভার সিরোসিস দেখা দেয়, তা থেকে সুরক্ষা দেয় কফি। ডিউক-এনইউএস গ্র্যাজুয়েট মেডিকেল স্কুল সিঙ্গাপুর ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে গবেষণা পরিচালনা করেন প্রধান গবেষক ডক্টর উন-পুঅয় কোহ। তিনি বলছিলেন, আগের গবেষণাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় লিভারের দীর্ঘস্থায়ী ও কঠিন অসুখে আক্রান্তরা নিয়মিত পরিমিত মাত্রায় কফি পানের মাধ্যমে লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পেতে পারেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। তিনি বলেন, লিভার সিরোসিসে কফি, অ্যালকোহল, ব্ল্যাক টি, গ্রীন টি ও কোমল পানীয়ের ভূমিকা নিয়ে গবেষণাটি চালানো হয়। বেশ কয়েক বছর ধরে ৪৫ থেকে ৭৪ বছর বয়সীদের ওপর গবেষণা চালানোর পর এ সিদ্ধান্তে উপনীত হন কোহ ও তার সহ-গবেষকরা। ‘হেপাটোলজি’ সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি ছাপা হয়েছে।

আরো সংবাদ