Search
Close this search box.

প্রত্যাহার করা হচ্ছে সাইবার আইনের মামলা, গ্রেপ্তাররা পাচ্ছেন মুক্তি

প্রত্যাহার করা হচ্ছে সাইবার আইনের মামলা
প্রত্যাহার করা হচ্ছে সাইবার আইনের মামলা।
Facebook
Twitter
WhatsApp

সাইবার আইনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি এসব মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মুক্তি দেওয়া হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে আগস্ট ২০২৪ পর্যন্ত দেশের বিভিন্ন সাইবার ট্রাইব্যুনালে মোট ৫ হাজার ৮১৮টি মামলা চলছে।

মামলাগুলোর মধ্যে যারা ডিজিটাল মাধ্যমে মত প্রকাশের জন্য মামলা করেছেন সেগুলোকে ‘স্পিচ অফেন্স’ হিসেবে এবং কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতির মামলাগুলোকে ‘কম্পিউটার অফেন্স’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বর্তমানে মোট ১ হাজার ৩৪০টি ‘স্পিচ অফেন্স’ মামলা চলছে যার মধ্যে ৪৬১টি মামলা তদন্তাধীন এবং ৮৭৯টি মামলা বিচারাধীন রয়েছে।

এই মামলাগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে ২৭৫টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে সংস্কারের জন্য অর্থ সহায়তা দিতে রাজি বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এই ১ হাজার ৩৪০টি ‘স্পিচ অফেন্স’ মামলার মধ্যে বিচারাধীন ৮৭৯টি মামলা আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত প্রত্যাহার করা হবে। এছাড়া তদন্তাধীন ৪৬১টি মামলার চূড়ান্ত রিপোর্ট দ্রুত দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে যাতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়।

গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তির বিষয়টিও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত