Search
Close this search box.

ধনে-জনে আলোকিত জনপদ বিশ্বনাথকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম

ধনে-জনে আলোকিত জনপদ বিশ্বনাথকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম
বিশ্বনাথ প্রেসক্লাবের সুহৃদ সম্মিলন।
ধনে-জনে আলোকিত জনপদ বিশ্বনাথকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম
বিশ্বনাথ প্রেসক্লাবের সুহৃদ সম্মিলন।
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ প্রেসক্লাবের সুহৃদ সম্মিলন

প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথ উপজেলার সুনাম আজ বিশ্বজুড়ে। বিশ্বের বিভিন্ন দেশে এ অঞ্চলের অনেক কৃতি সন্তান গৌরবপূর্ণ পদে কাজ করে দেশের সম্মান বৃদ্ধি করেছেন। ধনে-জনে আলোকিত জনপদ বিশ্বনাথকে এগিয়ে সাংবাদিকদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য ও বিশ্বনাথ এইড ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি সোমবার (২১ অক্টোবর) রাতে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে তাঁর সম্মানে আয়োজিত সুহৃদ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: এইচপিভি টিকা পাবে বিশ্বনাথের ১৩ হাজার কি’শো’রী

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।
প্রেসক্লাবের সদস্য আব্দুল সালাম মুন্নার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪