সিলেটের বিশ্বনাথের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের প্রচেষ্টায় এক হাজারের বেশি মুমূর্ষু রোগীকে বিভিন্ন সময়ে বিনামূল্যে রক্তদান করা উপলক্ষে কেক কাটা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানগুলো রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নূর তুষারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের উপদেষ্টা ও খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সদস্য রাজা মিয়া এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ রাকিব সোলাইমান।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফাউন্ডেশনের কার্যকরী সদস্য নুরুল ইসলাম নাহিদ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রচার সম্পাদক খলিলুর রহমান।
আরও পড়ুন: ব্রিটেনের ভবন নিরাপত্তার দায়িত্ব ছাড়লেন বিশ্বনাথের রুশনারা
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য নাহিদ আহমদ সুয়েব, শুভ্র দেব শুভ, ইফতেকার হোসেন লিমন, ইয়াসিন আরাফাত, শাকিল আহমেদ, অমিত কুমার পাল, হাফিজ উদ্দিন, মাহিন আহমদ, হাবিবুর রহমান মামুন, সালেহ আহমদ, আল-হাদি, মোহাম্মদ আল আমিন, রাজুল আহমেদ, নুর উদ্দিন রাইয়ান, আতিকুর রহমান, সাইফুল ইসলাম রাব্বি প্রমুখ।