শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ। বুধবার (৯ অক্টোবর) বিকেলে পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন তারা।
আরও পড়ুন: বিশ্বনাথে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পূজামণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌরসভা জামায়াতের আমীর মাস্টার ঈমাদ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান, পৌরসভা সেক্রেটারী আব্দুস সুবহান, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশ্বনাথ উপজেলার সভাপতি জাহেদুর রহমান এবং বিশ্বনাথ উপজেলা জামায়াতের যুব ইউনিটের এসিস্ট্যান্ট সেক্রেটারি জয়নাল আহমেদ জুয়েল।