সপ্তাহজুড়ে সিলেটসহ দেশের আট বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

Ayas-ali-Advertise
সিলেটসহ দেশের আট বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
ফাইল ছবি
সিলেটসহ দেশের আট বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
ফাইল ছবি
Facebook
Twitter
WhatsApp

দেশের আট বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর যা আগামী সপ্তাহজুড়ে চলতে পারে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিযেছে সংস্থাটি। এ কারণে সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয় রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: সিলেট বিভাগের ২৮৯ জন পাবেন পুলিশে চাকরি

এছাড়া সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে যা বিশেষ করে সিলেট অঞ্চলের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে যাতে বৃষ্টির কারণে কোনো দুর্ঘটনা এড়ানো যায়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪