নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের ৬ষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উপস্থিতিতে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী আবু সাঈদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান করিমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হবিবুল ইসলাম, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতসীন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার।