নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে প্রবাসী বিএনপি নেতা, ওমান বিএনপির সহ সভাপতি, সমাজ সেবক দুলাল মিয়ার সংক্ষিপ্ত সফর শেষে প্রবাস জীবন গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে খাজাঞ্চী ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি।
সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় খাজাঞ্চী ইউনিয়নের গোমরা গুল গ্রামের নিজ বাড়ীতে এ সংবর্ধনা প্রদান করা হয় । এতে সভাপতিত্ব করেন খাজাঞ্চি বিএনপি সভাপতি মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ সবুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপির) সহ সাংগঠনিক সম্পাদক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। সংবর্ধিত অথিতির বক্তব্য রাখ দুলাল মিয়া
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব সরকার,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর আলী ।
এসময় উপস্থিত ছিলেন, থানা বিএনপি’র সদস্য আফতাব আলী, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, এটি এম নুর উদ্দিন, বর্তমান সাধারন সম্পাদক সাবেক মেম্বার আব্দুস শহিদ,আলী, বিএনপি নেতা বাদশা মিয়া, আলী আসকর, ইউনিয়ন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শওকত যুবদলের সাধারন সম্পাদক নুর আলী, সহ-সভাপতি জমির উদ্দিন, যুবদল নেতা কুদ্দুস মিয়া, ছাত্রদল নেতা রবিন, ছাত্রনেতা শুবেল আহমদ সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।