নিজস্ব প্রতিবেদক ::: আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন সিদ্দিকীর সমর্থনে মঙ্গলবার ( ২ এপ্রিল ) লামাকাজী ইউনিয়নের খুঁজার পাড়া গ্রামবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গ্রামের প্রবীণ মুরব্বি আলেমেদ্বীন মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী ।
সাবেক ছাত্রনেতা ফয়সাল আহমেদ মামুনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের বারবারের নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল।
বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ওয়াইস মিয়া, সমাজসেবক মোহাম্মদ আব্দুল আলী, জুযেল আহমেদ, মোহাম্মদ মতিউর রহমান, আতাউল গনি।
এ সময় এলাকার মুরুব্বী যুবকসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।