নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ইসলামী যুব সংস্থা তেলিকোনা আয়োজিত ২য় ক্বেরাত প্রতিযোগিতা ও ৯ম ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি রবিবার (৩১ মার্চ) স্থানীয় তেলিকোনা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে সম্পন্ন হয়।
ওইদিন বিকেল ৩টার পূর্বে বাচাইকরা ১০ জন প্রতিযোগী নিয়ে ক্বেরাত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শুরু হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা কামরুল হুদা ও ছহিফাগঞ্জ ডিওয়াই ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোছাদ্দিক হোসেন হাবিব৷
পরে সংস্থার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক হাফেজ ছাদিক আহমদ হাসানের সঞ্চালনায় শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ সময় অতিথি হিসেবে পুরস্কার বিতরণে অংশ নেন তেলিকোনা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মো. হোসাইন, সদ্য অবসরে যাওয়া সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল মো. আহমদ হোসাইন, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছেহ, লজ্জতুননেছা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক, তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুখলিছুর রহমান, জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা আবদুল মোমিন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, তালুকদার গিয়াস উদ্দিন, সংগঠক আজমল হোসেন বুলবুল, বেবি কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট প্রমুখ।
পুরস্কার বিতরণ শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।