বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে শ্রদ্ধা ও ভালবাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রহন করা হয় নানান পদক্ষেপ।
স্বাধীনতা ও জাতীয় দিবসে দিবসে শহীদদের স্মরণে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত ‘কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।