বিশ্বনাথ নিউজ২৪:: সিলেটের বিশ্বনাথে ‘লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে মুন্সিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরুল হোসেন জহির।
অনুষ্টানে ‘লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে ‘মুন্সিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ জন শিক্ষার্থীকে ৫টি প্যাকেজ প্রদান করেছে। একেকটি প্যাকেজে রয়েছে ‘একসেট গাইড বই, একসেট স্কুল ড্রেস, এক রিম খাতা, একটি জ্যামিতি বক্স, এক প্যাকেট কলম। এছাড়া বিদ্যালয়ের আরোও প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে খাতা-কলম বিতরণ করা হয়।
পিএমসি একাডেমী উচ্চ বিদ্যালয় ও মুন্সিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কিরন মিয়ার সভাপতিত্বে এবং ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সমর উদ্দিন মাছুম।