AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে অসহায়-দু:স্থদের মাঝে মরহুম তজম্মুল আলী মেমোরিয়াল ট্রাস্টের নগদ অর্থ বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ১০ - ২০২৪ | ৯: ৫৫ অপরাহ্ণ

নগদ অর্থ বিতরণ

বিশ্বনাথ নিউজ২৪:: বিশ্বনাথে মরহুম তজম্মুল আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে অসহায়, দু:স্থ মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বিশ্বনাথের শিক্ষাক্ষেত্রে মরহুম তজম্মুল আলী স্যারের অসামান্য অবদান রয়েছে। তিনি ছিলেন রামসুন্দর অগ্রগামি মডেল উচ্চ বিদ্যালয়ের একজন সুনামধন্য প্রধান শিক্ষক। যার অবদান বিশ্বনাথবাসি কোন দিন ভুলবেন না। এমন মানুষের মৃত্যু নেই। কর্মগুণে মানুষের মধ্যে তজম্মুল আলী স্যার বেঁচে থাকবেন চিরদিন-চিরকাল। তিনি ছিলেন একজন আলোকিত মানুষ।

তিনি বলেন, তজম্মুল আলী স্যারের জন্য আজ এলাকাবাসি গৌরব করতে পারে, গর্ব করতে পারে। আলোকিত এমন মানুষের জম্মে ধন্য এলাকাসহ, গোঠা বিশ্বনাথবাসি। আমরা তাঁর স্মৃতিগুলো ধরে রাখব ইনশাআল্লাহ।

১০ মার্চ রবিবার পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুল মাঠে মরহুম তজম্মুল আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মাহে রমজান মাস উপলক্ষে অসহায়, দু:স্থ মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক মাসুক মিয়ার ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান অমি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজামান আসাদ, বিশ্বনাথ উপজেলা সমিতির সাধারন সম্পাদক শেখ আজাদ, বায়তুল জান্নাত জামে মসজিদের মোতায়াল্লি মোস্তফা মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল হিরণ মিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী শমসাদুর রহমান রাহিন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহিদুর রহমান সাহিদ।

স্বাগত বক্তব্য রাখেন পন্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলের পরিচালক হাসান হাফিজুর রহমান টিপু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৃক্ষপ্রেমিক আব্দুল গফ্ফার উমরা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী কুতুব আলী, সমাজসেবক আতাউর রহমান আতা, ফখর উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সদস্য তানবির হোসেন, নাজিম উদ্দিন রাহিন, সংগঠক আবুল বাসার, লুৎফুর রহমান সায়েস্থা, আক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন, আসাদুজামান নূর আসাদ, তোয়াহিদ আলী প্রমুখ।

আরো সংবাদ