বিশ্বনাথ নিউজ২৪:: ‘৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে’ সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজ এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন পৌর আওয়ামী লীগের সদস্য ও যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি আব্দুল রোসন চেরাগ আলী।
১০ মার্চ রোববার সকালে পৌর শহরের ইলামেরগাঁও গ্রামস্থ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল রোসন চেরাগ আলীর নিজ বাড়িতে সভাটি অনুষ্ঠিত হয়।
এলাকার মুরব্বী আবুল কালামের সভাপতিত্বে ও সংগঠন মোশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিরাই মিয়া, বাবুল মিয়া, নজির মিয়া, গয়াছ মিয়া, আব্দুল গনি, আশ্রব আলী, আকবর আলী, দিলোয়ার, নূরুল মিয়া, লাল মিয়া, মাহমদ আলী, আব্দুস সত্তার, আব্দুল মুতলিব, রিফাত উল্লাহ, মানিক মিয়া, সাইফুল্লাহ, হুরমত আলী, আব্দুস সালাম, তাজ আলী, খোয়াজ আলী, আলকাছ আলী, গৌছ আলী, ছুরাব আলী, ইছুব আলী, নূর মিয়া, ইজার আলী, আলকাছ মিয়া, আঙ্গুর মিয়া, মখলুছ মিয়া, ফয়জুল মিয়া, জহুর উদ্দিন, ইনুছ আলী, ইয়াছিন আলী, সেবুল মিয়া, আব্দুস শহিদ, তজম্মুল আলী, উমর আলী, নূরুজ্জামান, আব্দুস শহিদ, সিরাজ মিয়া, নূরুল ইসলাম, আজাদ মিয়া, মিটু মিয়া, জুবেল মিয়া, আব্দুল আজিজ, জাইয়োম মিয়া, লালু মিয়া, আহমদ আলী, চন্দন মিয়া প্রমুখ’সহ এলাকার গন্যমান্য বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।