বিশ্বনাথ নিউজ২৪:: সিলেটের বিশ্বনাথে সোনার বাংলা স্পোটিং ক্লাব (দন্ডপানিপুর)’কে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ‘২য় বিএফসি ফুটবল টুর্ণামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে এফসি বার্সালোনা (আশুগঞ্জ)। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন এফসি বার্সালোনা (আশুগঞ্জ)’র গোলকিপার ওয়াহিদুর রহমান শাওন। পৌর শহরের পূর্ব কারিকোনার মাঠে শুক্রবার (৮ মার্চ) বিকেলে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ আশরাফুজ্জামান পিপিএম-সেবা।
বিএফসি স্পোটিং ক্লাবের আয়োজনে ও পূর্ব কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত ‘৩টি মোটর সাইকেল’র টুর্ণামেন্টটি বিশ্বনাথের প্রবাসীদের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্ব›িদ্বপূর্ণ ফাইনাল খেলার মাধ্যমেই পর্দা নেমেছে টুর্ণামেন্টের ২য় আসরের। আর ফাইনাল খেলাটি দেখতে বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় অনুষ্ঠিত ‘২য় বিএফসি ফুটবল টুর্ণামেন্ট’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, জানাইয়া হিরামন সমাজ কল্যাণ স্পোটিং ক্লাবের সভাপতি নূরুল হক।