বিশ্বনাথ নিউজ২৪:: সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘৫ম উপজেলা পরিষদ নির্বাচনে’ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য নিজ গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছেন পৌর আওয়ামী লীগের সদস্য ও যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি আব্দুল রোসন চেরাগ আলী। বৃহস্পতিবার রাতে (৭ মার্চ) পৌর শহরের ইলামেরগাঁও গ্রামস্থ উপজেলা চেয়ারম্যান আব্দুল রোসন চেরাগ আলীর বাড়িতে সভাটি অনুষ্ঠিত হয়।
ইলামেরগাঁও গ্রামের মুরব্বী আইয়ুব আলীর সভাপতিত্বে ও সংগঠন নূরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহদাত আলী, আব্দুস সালাম, তাজ আলী, খোয়াজ আলী, আব্দুল খালিক, আলকাছ আলী, গৌছ আলী, ছুরাব আলী, ইউছুব আলী, নূর মিয়া, ইজার আলী, আলকাছ মিয়া, আঙ্গুর মিয়া, মখলুছ মিয়া, ফয়জুল মিয়া, জহুর উদ্দিন, ইনুছ আলী, ইয়াছিন আলী, সেবুল মিয়া, আব্দুস শহিদ, তজম্মুল আলী, উমর আলী, সিরাজ মিয়া, নূরুল ইসলাম, ইসলাম উদ্দিন, আজাদ মিয়া, মিটু মিয়া, জুবেল মিয়া, আব্দুল আজিজ, জাইয়োম মিয়া, লালু মিয়া, আহমদ আলী, চন্দন মিয়া প্রমুখ’সহ বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ।