Search
Close this search box.

জুম্মার নামাজের মধ্য দিয়ে বিশ্বনাথ মডেল মসজিদে আনুষ্ঠানিকভাবে নামাজ শুরু

বিশ্বনাথ মডেল মসজিদে
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪:: জুম্মার নামাজের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে পৌর এলাকার নতুন বাজার এলাকায় স্থাপতি ‘উপজেলা মডেল মসজিদ’-এ আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় করা শুরু হয়েছে। শুক্রবার (৮ মার্চ) নামাজ শুরু উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল মসজিদে প্রথম নামাজ আদায়ে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহন করেন।

উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত প্রথম জুম্মার নামাজে ইমামতি করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। উদ্বোধনী জুম্মার নামাজে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি।

মডেল মসজিদে অনুষ্ঠিত প্রথম নামাজ, মিলাদ ও দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিরনি বিতরণ করা হয়। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার নানান বয়সের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত