নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশে সফররত ব্রিটেনের চ্যারিটি সংস্থা মুসলিম স্পোর্টস নেটওয়ার্কের ১৭ সদস্য বিশিষ্ট ‘ব্লাক স্টোন চ্যারিটি’র সাইক্লিং টিম সিলেটের এসেছেন। গরীব অসহায় মানুষদের সহযোগিতার জন্য তহবিল (ফান্ড) সংগহের লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও সাইক্লিং টিমের সদস্যরা বাংলাদেশে আসেন এবং তারা টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, ফেনী ও ভৈরব হয়ে প্রায় ৮০০ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে রোববার (৪ ফ্রেবুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথে পৌঁছেন।
সাইক্লিং টিমের গ্রুপ লিডার, লন্ডন থেকে বাইসাইকেল চালিয়ে মক্কায় পবিত্র হজ্ব পালন করে চমক সৃষ্টিকারী বিশ্বনাথের কৃতি সন্তান রাশিদ আলীর নেতৃত্বে ‘টিম এমসি’র সাইক্লিং দলের সদস্যরা বাংলাদেশে আসেন। বাংলাদেশে আগত সাইক্লিং টিমের ১৭ জন সদস্যের মধ্যে পাকিস্তানি বংশদ্ভুত ১ জন ছাড়া বাকি সবাই ব্রিটিশ বাঙালী।
ব্রিটিশ সাইক্লিং টিম বিশ্বনাথে পৌঁছলে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান তাদেরকে স্বাগত জানান এবং ফুলের মালা পরিয়ে বরণ করেন।