বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাবেল সামাদ মেম্বারের পিতা চান্দভরাং গ্রামের প্রবীণ মুরব্বী আনোয়ার হোসেন ওরপে আগুর মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন করা হয়েছে।
এদিকে, সাংবাদিক পাবেল সামাদের পিতা আনোয়ার হোসেন ওরপে আগুর মিয়ার মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক বার্তায় প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।