বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাড়ুয়া গ্রামের জামে মসজিদ পুনঃনির্মাণ করা হয়েছে। পুরাতন মসজিদটি ভেঙ্গে প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতায় প্রায় কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেন গ্রামবাসী।
মসজিদের পুনঃনির্মাণ কাজ শেষ হলে লন্ডন সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা শায়খ কাজী লুৎফুর রহমানের ইমামতিতে শুক্রবার নবনির্মিত মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় করেন মুসল্লিগণ। নামাজের পূর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে আগত মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান ও খুতবা পেশ করেন মাওলানা শায়খ কাজী লুৎফুর রহমান। বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও প্রবাসীসহ এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
মসজিদের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন গ্রামবাসী। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উত্তর দৌলতপুর জামে মসজিদের ইমাম মাওলানা জুনাইদ আল মাহমুদ। মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে আলোচনা পেশ করেন মসজিদের ইমাম ক্বারী জহিরুল ইসলাম, হাসনাজী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান ও মুকিমপুর জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল কাদিরসহ আরও অনেকেই।
জুম্মার নামাজ শেষে পাড়ুয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী শফিকুর রহমানের বাড়িতে আগম মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন লন্ডন সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা শায়খ কাজী লুৎফুর রহমান।
পাড়ুয়া জামে মসজিদ পুনঃনির্মাণ কমিটির আহ্বায়ক প্রবাসী হাজী শফিকুর রহমানের সভাপতিত্বে ও মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী মাস্টার বাবুল মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সমাজসেবক আব্দুল কাইয়ূম, আব্দুল জলিল জালাল, মাস্টার ইমাদ উদ্দিন, ডাঃ শাহাদাত হোসাইন, হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমীর সাবেক প্রিন্সিপাল এইচ এম আখতার ফারুক, শিক্ষবিদ মখলিছুর রহমান, ইউনিয়ন পরিষদের মেম্বার লুৎফুর রহমান, নজরুল ইসলাম আজাদ, শফিক আহমদ পিয়ার, শামিম আহমদ, সাবেক মেম্বার আনোয়ার হোসেন ধন মিয়া, ব্যবসায়ী হাজী শুয়াইবুর রহমান, হাজী ময়নুর রহমান, জাহেদুর রহমান,
যুক্তরাজ্য প্রবাসী নজব আলী, হাজী জমির আলী, সুফি মিয়া, আব্দুশ শহিদ, দৌলতপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী আবুল ফাত্তাহ চৌধুরী, চাউলধনী হাওর বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক মাওলানা ছমির উদ্দিন, নজির উদ্দিন, বিশ্বনাথ ক্যামব্রিয়ান কলেজের চেয়ারম্যান শাহিন আহমদ রাজু, প্রিন্সিপাল দুলাল আহমদ, বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, ব্যাংক কর্মকর্তা রাশেদুল হক, আব্দুস শহিদ, গ্রামের মরব্বি হাজী নোয়াব আলী, দলিল লেখক সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইমরান হোসেন, সংগঠক তালেব আহমদ গোলাপ, আব্দুল মুমিন কালু, আলী আহমদ, শামিম মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মসজিদের পুনঃনির্মাণ কাজে দেশ এবং প্রবাস থেকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান পাড়ুয়া গ্রামবাসী।