Search
Close this search box.

শফিক চৌধুরী-মুহিব এমপি হলে উন্নয়নের চেয়ে মারামারি বেশী হবে : ইয়াহ্ইয়া চৌধুরী

মারামারি
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জাতীয় পার্টি মনোনিত এমপি পদপ্রার্থী, সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, ‘শফিকুর রহমান চৌধুরী বা মুহিবুর রহমান এমপি নির্বাচিত হলে সিলেট-২ আসনে অতীতের ন্যায় উন্নয়নের চেয়ে তাদের মধ্যে মারামারি বেশী হবে। ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত শফিকুর রহমান চেীধুরী সরকারদলীয় এমপি ছিলেন। আর মুহিবুর রহমান দুই বারের উপজেলা চেয়ারম্যান ছিলেন। তারা কে কি উন্নয়ন করেছেন সবার জানা আছে। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত আমি বিরোদলীয় এমপি হয়ে এলাকার দৃশ্যমান অনেক উন্নয়ন করেছি। হামলা-মামলা দিয়ে কাউকে হয়রানী করি নাই। এলাকার মানুষ অন্তত শান্তিতে ছিলেন। উন্নয়ন করতে হলে প্রতীক বড় কথা নয়, যোগ্য মানুষ প্রয়োজন। অতীতে আমার দ্বারা যা উনন্নয়ন হয়েছে এবার নির্বাচিত হলে আরও বেশী উন্নয়ন উপহার দিব। আর নির্বাচিত হতে নাও পারলে আপনাদের ছেড়ে যাব না। যেভাবে বিগত দিন করোনা ও বন্যাকালীন সময়ে মানুষের পাশে ছিলাম সেভাবেই পাশে থাকবো।’

তিনি বলেন, ‘সিলেট-২ আসনে সবচেয়ে বেশী উন্নয়ন করেছিলেন এম ইলিয়াস আলী। এরপর যা উন্নয়ন হয়েছে তার আমার সময়ে হয়েছে। যারা ইলিয়াস আলীকে পথের কাটা মনে করতেন তারাই হয়তো তাকে গুম করে রেখেছেন। আমরা চাই ইলিয়াস আলী যেখানেই থাকেন ভালো থাকেন এবং সুস্থ অবস্থায় পরিবারের কাছে যেন ফিরে আসেন।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে ইয়াহ্ইয়া চৌধুরী বলেন, ‘আপনারা আওয়ামী লীগকে ক্ষমতায় চান না। তাই সারা দেশের নৌকা ডুবাতে হলে সবার আগে ঘরে নৌকাকে ডুবাতে হবে। আগামী পাঁচ বছর হামলা-মামলা থেকে বাঁচতে হলে, মারামারি না চাইলে, শান্তিতে থাকতে চাইলে এবং কাঙ্খিত উন্নয়ন পেতে চাইলে লাঙ্গলে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।’

তিনি ‘লাঙ্গল’ প্রতীকের সমর্থনে বুধবার (৩ জানুয়ারি) রাতে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মান্দাবাজ গ্রামে উঠান বৈঠক ও বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার রাজারবাজারে অনুষ্ঠিত নর্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

রাজারবাজারে প্রবাসী হানিফ আলীর সভাপতিত্বে ও জাতীয় পার্টি নেতা সুমন আহমদ সুননের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদ। বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা আলমগীর হোসেন, আহমেদ দুলাল ও মুহিবুর রহমান।

মান্দাবাজ গ্রামে মরব্বি কালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকবুল আলী, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ কে এম দুলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আলী, রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার আলী, মান্দাবাজ গ্রামের মুরব্বি মাসুক মিময়া, নাসির উদ্দিন ও ছমির উদ্দিন।

পথসভা ও উঠান বৈঠকে জাতীয় পার্টির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত