Search
Close this search box.

বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ নিউজ২৪::: সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মাদক ও চোরা চালানের ট্রানজিট পয়েন্ট লামাকাজীতে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ গ্রহন, পৌর এলাকার কালীগঞ্জ বাজারস্থ ‘আল-ফালাহ্ ব্রিক ফিল্ড’ পরিবেশ দূষণ করছে এবং পরিবেশ অধিদপ্তরের অনুমতিপত্র ও পৌরসভার ট্রেট লাইসেন্স ছাড়াই সরকারি আইন অমান্য করে ব্রিক ফিল্ড পরিচালনাকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ গ্রহণ, মাদক-জুয়া নিয়ন্ত্রণ করার, শীতকালীন সময়ে চোর-ডাকাতের প্রবনতা বেড়ে যায় বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে ছিনতাই দূরীকরণে পুলিশী টহল জোরদার, দ্রব্যমূল্যের উর্দ্বগতিতে ক্রয়-ক্ষমতা সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যাচ্ছে তাই বাজার মনিটরিং করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য র্নিধারণ করার জোর দাবী জানান বক্তারা।

আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভ‚মি) সম্রাট হোসেন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতসিন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র-১ রফিক মিয়া, বিশ্বনাথ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানিক মিয়া, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নু’মান আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহসভাপতি কামাল মুন্না ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজ সেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, আনসার ও ভিডিপি অফিসের ইউআই এমি বেগম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত