Search
Close this search box.

বিশ্বনাথে রাস্তার উপর গেইট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধন
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লেবু মিয়া কর্তৃক রাস্তার উপর অবৈধভাবে গেইট নির্মাণ করে ১০টি পরিবারকে গৃহবন্দী করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে বিরোধপূর্ণ ওই রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ছাব্বির আহমদ।

বক্তব্যে তিনি বলেন, প্রায় ১৫০ বছরের পুরনো রাস্তার উপর যুক্তরাজ্য প্রবাসী লেবু মিয়া পক্ষের লোকজন সম্পূর্ণ অবৈধভাবে জোরপূর্বক গেইট নির্মাণ করে গ্রামের ১০টি পরিবারের লোকজনকে গৃহবন্দী করে রেখেছেন। শুধু তাই নয়, লেবু মিয়া পক্ষের দায়েরকৃত একাধিক মিথ্যা মামলায় গ্রামের নিরীহ লোকজনকে আসামী করে হয়রানী করা হচ্ছে। তাই অভিলম্ভে অবৈধভাবে নির্মিত গেইট অপসারণ এবং গ্রামের নিরীহ লোকজনের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান ছাব্বির আহমদ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মৌলভীরগাঁও গ্রামের নুরুল ইসলাম, সিতাব আলী, জাহিদুল হক, সাইফুল ইসলাম, খালেদ মিয়া, সামছুল হক, আব্দুস সোবহান, তারিকুল ইসলাম, আবু তারেক, দিলওয়ার আহমদ, আতর আলী, সাইম আহমদ, মাজেদুল ইসলাম প্রমুখ।

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত