বিশ্বনাথনিউজ২৪ :: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশাল বহর নিয়ে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ দিনব্যাপী পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সোমবার (২৩ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে দুপুরে উপজেলার দশঘর পূজামন্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনের এ যাত্রা শুরু হয়। পরে একে একে বাউসী, কালীজুড়ি, কালীগঞ্জ কালীবাড়ি, সদর সার্বজনীন, জানাইয়া মন্ডপ, বিশ্বরুপ মন্দির, বৈরাগী বাজার, শনির মন্দিরসহ বেশ কয়েককটি মন্ডপ পরিদর্শন করেন।
বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে শফিক চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে শারদীয় দুর্গা পূজা। প্রতি বছরই সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ-উৎসাহের মাধ্যমে সকল ভেদাভেদ ভুলে সবাই পূজা উদযাপন করে থাকেন। কিন্তু প্রায়শই অপশক্তিরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আমি দৃঢ়ভাবে বলতে চাই, বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল সা¤প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবেই। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো অসাম্প্রদায়িক অপশক্তির স্থান নেই। আওয়ামী লীগ আপনাদের পাশে ছিল, পাশে আছে ও পাশে থাকবে। বিশ্বনাথে সম্প্রীতির এ বন্ধন যুগ যুগ ধরে বহমান থাকবে।
বিভিন্ন মন্ডপে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ত্রাণ সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান, কাউন্সিলর ফজর আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, সদস্য নিশি কান্ত পাল, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাধারণ সম্পাদক শংকর ধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্ত দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ। এসময় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, গত শুক্রবার উপজেলার ২৫টি পূজা মন্ডপে শফিক চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে বস্ত্র বিতরণ করা হয়।