বিশ্বনাথনিউজ২৪ :: নানান কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) উপজেলা পরিষদের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনায় দোয়া-প্রার্থনার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা আশরাফ উজ্জামান, প্রকৌশলী আবু সাঈদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ আহমদ। এসময় অনুষ্ঠানগুলোতে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।